গৌরনদী
গৌরনদীতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন
নিজস্ব প্রতিবেদকঃ তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে গৌরনদী উপজেলা পরিষদের উদ্যোগে সোমবার সকালে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার বিভাস কুমার। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন খান, গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ সালাউদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফকরুল আবেদীন তানভীর, মিনহাজুল ইসলাম সিকদার। আলোচনা শেষে বেলুন উড়িয়ে খেলার উদ্ধোধন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।