গৌরনদী
গৌরনদী পাইলট ও পিংলাকাঠী হাইস্কুলে “তারুন্যের ভাবনায় আগামির বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ গৌরনদী পৌরসভার সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ও পিংলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার নলচিড়া ইউনিয়নে সকল মাধ্যমিক স্কুল –কলেজে “তারুন্যের ভাবনায় আগামির বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় পৌর এলাকার ৩টি কলেজ ৪টি হাইস্কুলের শিক্ষার্থী নলচিড়া ইউনিয়নের ৫টি হাইস্কুল, ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।
সকাল সাড়ে ১০টায় নলচিড়া ইউনিয়নের ৫টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে পিংলাকাঠী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে গৌরনদী উপজেলা শিক্ষঅ অফিসার এম, এ জলিলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। আলোচনায় অংশ নেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া, পিংলাকাঠী হাইস্কুলের প্রধান শিক্ষক গোলাম আজম, নলচিড়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুর আলম, বিএনপি নেতা মোঃ জামাল উদ্দিন, আব্দুল মালেক আকন, ছাত্র প্রতিনিধি, গোলাম মোর্শেদ, মোঃ মিনহাজুল ইসলাম, বাপ্পি সিকদার শিক্ষার্থী রনি সরদার প্রমূখ। দুপুর সাড়ে ১২টায় পৌর এলাকার ৬টি হাইস্কুল, কলেজ ও দাখিল মাদ্রসার শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা মিলনায়তনে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা শিক্ষা অফিসার এম, এ জলিলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলি উল্লাহ, আল হেলাল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শাহাদাত হোসেন, পালরদী স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক রাজা রাম সাহা, শিক্ষক বাদশা সিকদার, ছাত্র প্রতিনিধি, ফকরুল আবেদীন তানভীর, গোলাম মোর্শেদ, মোঃ মিনহাজুল ইসলাম ও শিক্ষার্থী মনিষা প্রমূখ। বক্তারা সন্ত্রাসমুক্ত, দূর্নীতিমুক্ত, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।