গৌরনদী
গৌরনদীতে পৌর কর্মকর্তা কর্মচারীদের পূর্নদিবস কর্মবিরিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বেতন ভাতা ও পেনশনসহ সকল সুযোগ সুবিধা সরকারী কোষাগার থেকে পাওয়ার দাবীতে বরিশালের গৌরনদী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা পৌরসভা কম্পাউন্ডে অবস্থান নিয়ে সোমবার পূর্নদিবস কর্মবিরতী ও অবস্থান কর্মসুচি পালন করেছেন। ফলে পৌরসভাগুলোর সকল কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকে।
বাংলাদেশ পৌর সভা কর্মকর্তা- কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সচিব মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এক দফা দাবীতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি মোঃ আঃ আলিম মোল্লা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলার সহ-সভাপতি প্রকৌশলী এমদাদুল হক, সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, প্রশাসনিক কর্মকর্তা মোঃ বাদশা মিয়া, উপজেলার সহ-সভাপতি খোকন চন্দ্র রায়, সাধারন সম্পাদক কেএম মোশারফ হোসেন, লাইসেন্স পরিদর্শক মিজানুর রহমান প্রমুখ। বক্তরা বলেন, দাবী না মানা হলে আগামীতে আরো কঠিন কর্মসুচি দেয়া হবে।