গৌরনদী
গৌরনদী মডেল প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিরতন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৬ গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ রেজাউল করিম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আশিক আবদুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম, ওসি মোঃ আলাউদ্দিন মিলন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, সিনিয়র আওয়ামীলীগের নেতা ও ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবু সাঈদ নান্টু, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সহকারী শিক্ষা অফিসার নাদিরা আফরিন, রিপোর্টার্স ইউনিটি ভারপ্রাপ্ত সভাপতি মোঃ খায়রুল ইসলাম, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের নেতা মোঃ জয়নাল আবেদীন, ছাত্রলীগ উপজেলা সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টু, সাধারন সমস্পাদক লুৎফর রহমানদিপ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা খানম। বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য গনেশ চন্দ্র দাস, বেলাল হোসেন খান শিক্ষক স্বপন ম-ল, ঝুমুর দেবনাথ, মোঃ মিজানুর রহমান প্রমুখ । আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ শ্রেনী মেধা পুরস্কার ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।