গৌরনদী
উজিরপুরে আনন্দ মূখর পরিবেশে মহিলা আওয়ামীলীগের সদস্য সংগ্রহ কর্মসূচীরউদ্বোধনে
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ উজিরপুরে মহিলা আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্ধোধন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় মহিলা কর্মীদের ব্যাপক উপস্থিতিতে আনন্দমূখর পরিবেশের সৃষ্টি হয়েছে। শনিবার বিকাল ৪টায় মহিলা কজেল চত্বরে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় নতুন ও পুরাতন মহিলা লীগের কর্মী ও সমর্থকরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও প্যানেল স্পীকার এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস। মহিলা আওয়ামীলীগের সভাপতি নাসিমা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী। বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রানী বেগম, সাংগঠনিক সম্পাদক বিউটি খানম, শিরিন সুলতানা, উপজেলা ছাত্রলীগ সভাপতি অসীম ঘরামী, সাধারণ সম্পাদক জালিছ মাহমুদ শাওন।