গৌরনদী
মা বাবার প্রত্যশা প্রথম আলোর মত আলোকিত ও সাহসী হোক সন্তান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ আমার সন্তান যেন প্রথম আলোর আলোয় আলোকিত হয়। প্রথম আলোর মত সাহস নিয়ে দেশ প্রেমে উদ্বৃদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে পারে। প্রথম আলোর জন্ম দিনে আমার সন্তান জন্ম নেওয়ায় আমি গর্বিত। গতকাল সোমবার কথাগুলো বলছিলেন বরিশালের গৌরনদী উপজেলা মৌরী ক্লিনিকে জন্ম নেওয়া নবজাতকের মা ও প্রবাসীর স্ত্রী তুলি(২০)। এ কথা শুধু তুলির নয় ওই দিন গৌরনদী উপজেলার সদরে প্রাইভেট ক্লিনিকে জন্ম নেওয়া নবজাতক মা রুনা বেগম(১৯), আশা(২১) শাহনাজ(২০)সহ ১২টি নকজাতকের বাবা মায়ের।
জানা গেছে, প্রথম আলোর জন্ম দিন উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা কেন্দ্রীয় পর্ষদের ঘোষিত কর্মসূচী অনুযায়ী প্রত্যেক বন্ধুসভার উদ্যোগে একটি ভাল কাজ করতে ঘোষনা দেন। গৌরনদী বন্ধুসভার প্রস্তুতি সভায় সিদ্বান্ত হয় ভাল কাজের অংশ হিসেবে প্রথম আলোর জন্ম দিনে(৪ নভেম্বর) গৌরনদী উপজেলা সদরে প্রাইভেট ক্লিনিকগুলো যত নবজাতক জন্ম নিবে তাদের পরিবারকে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা কার্ড পৌছে দিবেন। সঙ্গে থাকবে একটি ফুলের তোড়া, এক প্যাকেট মিষ্টি ও নবজাতকের জন্য শিশু পোষাক।
গৌরনদী বন্ধুসভার সভাপতি পলাশ তালুকদার জানান, তারা খোঁজ নিয়ে জানতে পারে ৪নভেম্বর গৌরনদীর মৌরী ক্লিনিকে ৬টি, সিকদার ক্লিনিকে ৪টি ও আনোয়ারা ক্লিনিকে ২টি শিশুর জন্ম গ্রহন করে। ভাল কাজের কর্মসূচী অনুযায়ী গতকাল গৌরনদী বন্ধুসভার বন্ধুরা ক্লিনিকগুলোতে গিয়ে নবজাতকের পরিবারকে শুভেচ্ছা জানান এবং উপহার পৌছে দেন। সিকদার ক্লিনিকে জন্ম নেওয়া নবজাতক পুত্র সন্তানের মা নুসরাত জাহান(২০) বলেন, সমাজের প্রতিটি ভাল কাজের সঙ্গে প্রথম আলো রয়েছে, আমার প্রত্যশা আমার সন্তান বড় হয়ে প্রথম আলো আলোয় আলোকিত হয়ে মানুষের কল্যানে কাজ করবে। আমরা শুরু থেকে প্রথম আলোর সঙ্গে আছি ভবিষ্যাতেও থাকবো। আরেক পুত্র সন্তানের মা মায়া রানী ঢাকী(১৮) বলেন, আমার প্রথম সন্তান (পুত্র) প্রথম আলোর জন্মদিনে জন্ম গ্রহন করেছে । এটি একটি স্মৃতিবহুল ও স্মরনীয় দিন। প্রথম আলো সমাজে যেভাবে আলো ছড়ায় আমার সন্তান যেন সেইভাবে সমাজকে আলোকিত করতে পারে আপনারা ভগবানের কাছে এই দোয়া করবেন। এ কর্মসূচীতে অংশ নেন গৌরনদী বন্দুসভার সম্পাদক রিয়াজ, সহ-সভাপতি খাইরুল, বেলাল, ঝর্নাদাস, চায়না দেবনাথ, ফাতেমা চাদনী, শ্রী কৃঞ্চ চক্রবর্তি, জান্নাত, ইসরাত জাহান, সবুজ, রাশেদ, রনি, লিটন, হিমেল, রাব্বি, তানভীর, মুন্না, পিয়া, আল আমিন, রাকিব, মহসিন, আল আমিন-২। সমন্বকারী ছিলেন প্রথম আলোর প্রতিনিধি জহুরুল ইসলাম জহির।