গৌরনদী
প্রথম আলোর সাহসী ১৯ বছর ॥ গৌরনদীতে ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও তিন দিনের কর্মসূচী গ্রহন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ দৈনিক প্রথম আলোর ১৯তম প্রতিষ্ঠাবকার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর আওতায় গৌরনদী বন্ধুসভা তিন দিনের কর্মসূচী গ্রহন করেছে। গতকাল শনিবার প্রত্যুষে (সকাল ৭টায়) বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর এলাকার প্রথম আলো পত্রিকার এজেণ্ট ও হকারদের মাঝে মিষ্টি বিতরন করা হয়েছে। সকাল ১০টা থেকে দিনভর দৈনিক প্রথম আলোর জন্মলগ্ন থেকে অদ্যবধি ১৯ বছর ধরে প্রথম আলোর একশত পাঠককে নির্বাচিত করে বাড়ি বাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠানে ও অফিসে গিয়ে বন্ধুসভার ব›ন্ধুরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও সম্পাদক মতিউর রহমানের শুভেচ্ছা কার্ড বিতরন করেন। আজ রবিবার বন্ধু সভার বন্ধুরা সম্পূর্ন ভিন্ন ধর্মি একটি ভাল কাজে অংশ নিবেন। এ ছাড়া সোমবার কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কারিতাস চত্বরে পাঠক মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল মনিবারে অনুষ্ঠানে অংশ নেন প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম, বন্ধুসভার সভাপতি পলাশ তালুকদার, সম্পাদক রিয়াজ মোল্লা, খায়রুল ইসলাম, বেলাল, চায়না দেবনাথ, ফাতেমা জান্নাত চাদনী, ঝর্না দাস, শ্রী কৃঞ্চ টক্রবর্তি, রনি, রাশেদ আহম্মেদ।