গৌরনদী
গৌরনদীর ধর্মপল্লিতে বড়দিন পালন
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক শক্তিই বড় শক্তি। আমাদের মাঝে যে সমাজিক বোধ টিকে আছে এটা পুলিশের ভয়ে না, আইনের ভয়ে না, এটা কাজ করে আমাদের বিবেক। বরিশালের গৌরনদী ক্যাথলিক মিশনে মঙ্গলবার সকালে খ্রিষ্টান সম্প্রদায়ের যিশুখৃস্টের বড়দিন পালনে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গৌরনদী ক্যাথলিক মিশনের পাল পুরোহিত ফাদার জেরম রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠিত বড়দিনের সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ছরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহŸায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব মো. ফরিদ মিঞা বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহŸায়ক মো. সাইয়্যেদুল আলম খান সেন্টু, পৌর বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান খোকন। বক্তব্য রাখেন, পালকীয় পরিষদের সদস্য ফ্রান্সিস বেপারী, লিটন ফ্রান্সিস গমেজ, বানারাস মন্ডল, সুদাশু বোস, স্টিার লাভলী আরএনডিএম, সিস্টার সেফালী এনএসসি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সজল সরকার প্রমূখ।