গৌরনদী
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন
নিজস্ব প্রতিবেদকঃ ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে টরকী নীলখোলা আছিয়া চ্যারিটেবেল ক্লিনিকের সামনে শীতার্তদের মাঝে কম্বল বিতরন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের তত্ত¡াবাধায়ক মোঃ মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে বিতরন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিকি কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনীষ চন্দ্র বিশ্বাস, আজকের পত্রিকার গৌরনদী প্রতিনিধি মোঃ খায়রুল ইসলাম, আনন্দ টিভির ব্যুরো প্রধান কাজী আল আমিন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোঃ পলাশ তালুকদার, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক হাসান মাহমুদ, নয়া দিগন্তের গৌরনদী সংবাদদাতা আরেফীন রিয়াদ, সাংবাদিক মেহেদী হাসান, ইয়াদুল ইসলাম। আলোচনা শেষে একশত শীতার্ত ও ৫০জন মাদ্রাসার শিক্ষার্থীসহ দেড়শত জনকে কম্বল বিতরন করা হয়।