গৌরনদী
গৌরনদীতে নিখোঁজের ১০ দিন পর শিশু কন্যার লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের প্রতিবেশীর বাড়িতে বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়ে নিখোঁজ হন স্কুল ছাত্রী তাসলিমা আক্তার মাহি (১০) । নিখোঁজের দশ দিন পর একটি পুকুর থেকে মঙ্গলবার সকালে ভাসমান লাশ উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। তাসলিমা আক্তার মাহি (১০) গৌরনদী উপজেলার বাটাজোর দক্ষিণ পশ্চিম পাড়া গ্রামের সবুজ সরদারের মেয়ে এবং দক্ষিণ পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী।
গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া জানান, গৌরনদী উপজেলার বাটাজোর দক্ষিণ পশ্চিম পাড়া গ্রামের স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার সকালে একই গ্রামের হেলাল সরদারের পুকুরে ভাসমান একটি লাশ দেখতে পান। স্থানীয়রা পুকুরের মালিক হেলাল সরদারের স্ত্রী কাজল আক্তারকে জানালে তারা থানা পুলিশকে খবর দেন। পুলিশ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সুরাতহাল শেষে থানায় নিয়ে আসেন। নিহত শিশু কন্যার বাবা সবুজ সরদার বলেন, গত ১৪ ডিসেম্বর দিবাগত রাতে প্রতিবেশী কিশোর সরকারের মেয়ের বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয় মাহি। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় গত ১৬ ডিসেম্বর গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। মঙ্গলবার সকালে প্রতিবেশী হেলাল সরদারের পুকুরে ভাসমান অবস্থায় লাশ পাওয়া যায়। গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া বলেন, নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ধারনা করা হচ্ছে শিশুটিকে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা ধর্ষনের পর হত্যা করেছে লাশ পুকুরে ফেলেছে।