গৌরনদী
আমি মুগ্ধ ও অভিভূত ॥ আগৈলঝাড়ায় ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের বিধান সভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গতকাল শুক্রবার দুপুরে বরিশালের আগৈলঝাড়াে গৈলার কবি বিজয় গুপ্তের মনসা মন্দির পরিদর্শনে আসেন ভারত সরকারের পশ্চিম বঙ্গ রাজ্যের বিধান সভার স্পিকার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মন্দির পরিদর্শনকালে তিনি পরিদর্শন বইতে উল্লেখ করেন, “স্বর্গীয় বিজয় গুপ্ত প্রতিষ্ঠিত মনসা মন্দির পরিদর্শন করলাম আজ (শুক্রবার)। বরিশাল জেলা পরিদর্শন করে এমন ইতিহাস বিজড়িত স্থান দেখে আমি সত্যিই অভিভূত। এখানকার মন্দির কমিটির আতিথেয়তায় আমি মুগ্ধ। এই অঞ্চলের অদিবাসীদের সুখ ও সমৃদ্ধি কামনা করছি।
গতকাল শুক্রবার দুপুর ১টায় আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ননের গৈলা গ্রামের কবি বিজয় গুপ্তের মনসা মন্দিরে পৌছেন ভারত সরকারের পশ্চিম বঙ্গ রাজ্যের বিধান সভার স্পিকার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী নন্দিতা বন্দ্যোপাধ্যায় । এ সময় তাকে মন্দির চত্বরে ফুলেল শুভেচ্ছা জানান, মনসা মন্দির সংরক্ষন ও উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তারক চন্দ্র দেসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ। কবি বিজয় গুপ্তের মনসা মন্দির পরিদর্শন করতে এসে হাজার মানুষের ভালোবাস ও ফুলে ফুলে শিক্ত হলেন স্পীকার বিমান বন্দোপাধ্যায়। এ সময় তাকে স্বাগত জানাতে আরো উপস্থিত ছিলেন ভারত হাই কমিশনের প্রেসমিডিয়্ সচিব ম-ল রঞ্জন, বরিশাল -১ আসনের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর প্রতিনিধি ও তার জেষ্ঠ্য পুত্র সাদেক আবদুল্লাহ, বরিশাল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল কালাম তালুকদার, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মোতুর্জা খান, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ, গৈলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ ।
স্পীকার গৈলা মনষা মন্দিরে দুপুর ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবস্থান করেন। এ সময় গৈলার ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। অনুষ্ঠানে বরিশাল বিএম কলেজের অবঃপ্রাপ্ত প্রফেসর ও মন্দির কমিটির সাবেক সভাপতি ডঃ নীল কান্ত বেপারী তার নিজের লেখা “কবি বিজয় গুপ্ত জীবন ও সাহিত্য কর্ম” বইটি স্পীকার বিমান বন্দোপাধ্যায়কে উপহার দেন। মন্দির পরিদর্শন শেষে বরিশাল ফিরে যাওয়ার প্রক্কালে তিনি বলেন, আমার পূর্ব পুরুষ ও আমি এ মাটির সন্তান, নাড়ির টানে এ মাটিতে ফিরে এসেছি। আমি ভালবাসি এ মাটির মানুষকে।
এর আগে গত বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে বরিশাল বিমান বন্দরে অবতরন করেন স্পীকার বিমান বন্দোপাধ্যায় ও স্ত্রী নন্দিতা বন্দোপাধ্যায়। তাকে বরিশাল বিমান বন্দরে স্বাগত জানান বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম, বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, বরিশাল পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। বিমান বন্দরে পৌছে তিনি বলেন, ৬৭ বছর পর জন্ম ভিটায় পৌছলাম। এ সময় স্মৃতি চারন করতে গিয়ে তিনি কেঁদে ফেলেন। তিনি আরো বলেন, এ অনুভূতি বোঝাতে পারবো না, একটা বিশেষ পরিস্তিতিতে পিতৃভিটা ছেড়ে চলে যেতে হয়েছে পুরো পরিবারকে। বরিশাল এয়ারপোর্ট থেকে তাকে শোভাযাত্রা করে বরিশাল সার্কিট হাউজে নেওয়া হয়। ১৯৪৭-১৯৪৮র দিকে বরিশাল শহরে জন্ম গ্রহন করেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ ও ভারত সরকারের পশ্চিম বঙ্গ রাজ্যের বিধান সভার স্পিকার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
আজ শনিবার সকাল ১০টায় বরিশাল সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে বেলা ১১টায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশালের সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন বিমান বন্দ্যোপাধ্যায়। দুপুরে আকাশ পথে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন স্পীকার। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুুরম পশ্চিম বিধানসভা এলাকা থেকে দুবারের নির্বাচিত তৃণমূল বিধায়ক ও বর্ষীয়ান সংবিধান বিশেষজ্ঞ বিমান বন্দ্যোপাধ্যায়।