গৌরনদী
ফেইসবুক পোষ্টকে কেন্দ্র করে গৌরনদীতে হামলা আহত-৫
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মাদক ব্যবসায়ীদের নাম উল্লেখ্য করে ষ্টাটাস দেয়ার অভিযোগে গৌরনদী উপজেলার সরকারি খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী ও মোল্লাবাড়ি বাসষ্ঠান্ডের চোকদার রাইস এজেন্সীর মালিক রাসেল চোকদারের উপর গত সোমবার হামলা চালায় একদল সন্ত্রাসী । হামলায় রাসেল চোকদাসহ ৫ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর দুই জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার গৌরনদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, গৌরনদী উপজেলার সরকারি খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী ও মোল্লাবাড়ি বাসষ্ঠান্ডের চোকদার রাইস এজেন্সীর মালিক মো. রাসেল চোকদার(৩৫) তার ফেইসবুক একাউ- থেকে উপজেলার চাঁদশী ইউনিয়ননের দক্ষিন গোবর্দ্ধন গ্রামের শাজাহান শরীফের পুত্র মো. জসিম শরীফ তার সহযোগী পশ্চিম শাওড়া গ্রামের রাসেল ফকির(৩০), সৈয়দ দিদার (২২)কে মাদক ব্যবসায়ী আখ্যায়িত করে ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশের প্রতি আহবান জানান। রাসেল চোকদার অভিযোগ করে বলেন, ফেইসবুকে ওই ষ্টাটাস দেওয়ার মাদক ব্যবসায়ী জসিম ও তার সহযোগীরা ক্ষিপ্ত হন। গত সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আমি মোল্লাবাড়ি বাসষ্টা-ে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসা ছিলাম। এ সময় পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী একাধিক মাদক মামলার আসামি জসিম শরীফের নেতৃতত্ব তার সহযোগী রাসেল ফকির, সৈয়দ দিদারসহ ১০/১২ সন্ত্রাসী লোহার রড, ধারাল অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমার প্রতিষ্ঠানে হামলা চালায় এবং আমাকে মারধর করে ক্যাস বাক্স থেকে নগত ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ভ্যান চালক তুহিন চোকদার(২২) জানান, রাসেল চোকদারকে রক্ষায় তার চাচা অবঃপ্রাপ্ত সেনা সদস্য রুহুল চোকদার(৫৮), ভাতিজা হাবিব চোকদার(২০), ফুফাতো ভাই তপু সরদার(২৬) ও দোকান কর্মচারী মাসুম(১৬) এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদেরকে পিটিয়ে আহত করেছে। পরে স্থানীয় ব্যবসায়ী ও স্বজনরা রাসেল চোকদারসহ গুরুতরভাবে আহতদেরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভিযোগের ব্যপারে জসিম শরীফসহ সহযোগীদের কাছে জানতে চাইলে তারা নিজেদের মাদক ব্যবসাায়ী নন দাবি করে বলেন, ফেইসবুকে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে। এ নিয়ে ঝগড়াঝাটি হয়েছে মারধর ও লুটের অভিযোগ সত্য নয়। এ প্রসেঙ্গ গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. তরিকুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে হামলা ও জখমের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় রাসেল চোকদার বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ ১০/১২ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, লিখিত এজাহার হাতে পেয়েছি এখনো রুজু হয়নি।