গৌরনদী
গৌরনদীতে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ গ্রহন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ”দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’’ এ শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ -২০১৬ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদীতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় বার্থী ডিগ্রী কলেজে গৌরনদী উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ সভাপতি সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বার্থী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম । বক্তব্য রাখেন বরিশাল জেলা দুর্নীতি দমন কমিশনের পরিদর্শক সন্তোষ কুমার দাস, গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন, সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম। শেষে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।