গৌরনদী
গৌরনদী প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী প্রথম আলো বন্ধুসভা ও ব্রাকের যৌথ উদ্যোগে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৫শত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হয়। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু আবদুল্লাহ খান চারা বিতরন কর্মসূচীর উদ্ধোধন করেন।
এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে “গাছ লাগান পরিবেশ বাঁচান” শীর্ষক আলোচনা সভার সভাপতিত্ব করেন গৌরনদী প্রথম আলো বন্ধুসভার সভাপতি মোঃ মনিরুল ইসলাম। আলোচনায় অংশ নেন গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, উপজেলা মৎস্য কর্মকতৃা মোঃ আবুল বাশার, প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সহিদুল ইসলাম, মোঃ রোকনুজ্জামান পনির, বন্ধুসভার উপদেষ্টা ফাতেমা জান্নাত চাদনী, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক মনীষ চন্দ্র বিশ্বাস, এনজিও ফোরামের সমন্বয় প্রেমানন্দ ঘরামী, বন্ধসভার সাবেক সভাপতি পলাশ তালুকদার, আব্দুর রহমান, শ্রী কৃঞ্চ চক্রবর্তি, সাংগঠনিক সম্পাদক রিপন সরকার, বন্ধুসভার সদস্য শাহনাজ পারভীন, মোঃ রনি। আলোচনা শেষে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর মাঝে আম গাছের কলম, নিমগাছ ও কদম গাছের ৫ শ চারা বিতরন করা হয়।