গৌরনদী
পাইকগাছার বন্যা দূর্গতদের মাঝে গৌরনদী ক্লিনিক এসোসিয়েশনের ত্রান ও চিকিৎসা সেবা প্রদান
নিজস্ব প্রতিবেদকঃ খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিনখোলা এলাকার বন্যা দূর্গতদের মাঝে গৌরনদী ক্লিনিক এ্যান্ড ডায়গানিষ্টিক সেন্টার এসোসিয়েশনের (সিডিসি) উদ্যোগে সোমবার ত্রান বিতরন ও দিন ব্যাপি বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা প্রদান ও অষুধ সরবারহ করা হয়। ৩শ পরিবারকে চাল,ডাল, আলু, সয়াবীন, লবন বিতরন করা হয়। এছাড়া শতাধিক রোগীকে পরামর্শপত্র ও অষুধ বিতরন করা হয়।
ত্রান বিতরন কার্যক্রমে অংশ নেন গৌরনদী ক্লিনিক এ্যান্ড ডায়গগনিষ্টিক সেন্টার এসোসিয়েশনের (সিডিসি) উপদেষ্টা, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সংগঠনের সভাপতি, সিকদারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ শওকত হোসেন, লাইফ সেইভ এর চেয়ারম্যান মোঃ জুলহাস হোসেন সরদার, আলফা ডায়গনিষ্ঠিক সেন্টারের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, চক্ষু হাসপাতালের পরিচালক মোঃ তানভীর সোহেল, ডক্টরস পরিচালক মোঃ সহিদুল ইসলাম, নিউ জনপ্রিয় হাসপাতালের চেয়ারম্যান মোঃ হািবুর রহমান, মদিনা প্যাথলজির মালিক এনামুল হক ডালিম, হেলথ কেয়ার ক্লিনিকের মালিক মোঃ মিজানুর রহমান, আবরী প্যাথলজির মালিক মোঃ সাগর, হলি কেয়ার হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ নুর আহান মিঠু, আলম ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক আলম শাহ প্রমূখ। চিকিৎসা সেবা প্রদান করেন এবি সিদ্দক ডায়গনিষ্ঠিক এ্যান্ড জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মোঃ মশিউর রহমান।