গৌরনদী
গৌরনদীতে মাদকসহ ৭ বিক্রেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে ১৬পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৭ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো- উপজেলার চরগাদাতলী গ্রামের বিপ্লব সরদার, টুটুল সরদার, বেজগাতি গ্রামের সুমন সরদার. নাঈম সরদার, দক্ষিণ বাউরগাতি গ্রামের ডালিম ফকির, ইল্লা গ্রামের সাকিব হাওলাদার , কালকিনি উপজেলার ডাসার থানার শশিকর গ্রামের সজল ভৌমিক। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে আটককৃত ৭ জনকে আসামি করে ওই রাতেই থানায় মাদকদ্রব্য আইনে পৃথক ৪টি মামলা দায়ের করেছে।
পুলিশ জানায়, গোপণ সংবাদের ভিত্তিতে থানার এস.আই সগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে চরগাদাতলী এলাকায় অভিযান চালিয়ে ৭পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা বিপ্লব সরদার, টুটুল সরদারকে গ্রেফতার করে। এস.আই মো. মাজাহারুল সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে বেজগাতি গ্রামে অভিযান চালিয়ে ৪পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা সুমন সরদার. নাঈম সরদার ও দক্ষিণ বাউরগাতি গ্রাম থেকে ৫পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা ডালিম ফকিরকে গ্রেফতার করে। এস.আই মো. শামচুউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাতে ইল্লা গ্রামে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা সাকিব হাওলাদার , কালকিনি উপজেলার ডাসার থানার শশিকর গ্রামের সজল ভৌমিক গ্রেফতার করেছে।