গৌরনদী
গৌরনদীতে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক ॥ সৎ-সাহসীকতার সঙ্গে সরকারি কমকর্তাদের দায়িত্ব পালনের আহবান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ সৎ-সাহসীকতার সঙ্গে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহবান জানান। সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে কোন সমস্যা বা জটিলতার সৃষ্টি হলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাকে জানানো হলে বরিশালের প্রশাসক হিসেব সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। সরকারি বিধিবিধান ও নির্দেশনা মেনে নির্ভয়ে আপনারা দায়িত্ব পালন করবেন। কোন রাজনৈতিক চাপ থাকলে জানাবেন। সোমবার সকালে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধীবৃন্দের সঙ্গে বরিশালের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান এ কথা বলেন। তিনি আরো বলেন, সরকারে উন্নয়ন কাজে কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজকর্মি ও মিডিয়ার কর্মিদের মিণেমিশে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন, কোন চাপের মুখে কাউকে নিয়ম বর্হিভূত সুবিধা দিবেন। তাহলে সঠিক প্রাপ্যব্যক্তি অধিকার বঞ্চিত হন।
উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। বিশেষ াতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ ফজল আহম্মেদ, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা খান মনিরুজ্জামান মনির, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম, মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার ধাম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সঅদারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, চাদশী ইউপি চেয়ারম্যান কৃঞ্চ কান্ত দে, গৌরনদী রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক বেলাল হোসেন, প্রেসক্লাব সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকগন উপস্থিত ছিলেন। পরে নবাগত জেলা প্রশাসক গৌরনদী উপজেলা কৃষি কার্যালয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলামসহ কৃষি বিভাগের ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।