গৌরনদী
উজিরপুরে মা-মেয়ের শ্লীলতাহানি ও মারধর
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুর পৌর এলাকায় মা-মেয়েকে শ্লীলতাহানি ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আহত স্কুল ছাত্রী ও তার মা উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদি হয়ে গতকাল মঙ্গলবার চার জনের নাম উল্লেখসহ ৭ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলার বিবরন ও পুলিশ জানান, উজিরপুর পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের হতদরিদ্রের কন্যা ও শেরে বাংলা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্রী (১৪)কে দীর্ঘদিন ধরে একই ওয়ার্ডের উত্তর রাখালতলা গ্রামের প্রভাবশালী বাবুল বেপারীর বখাটে পুত্র শাওন বেপারী (২৩) স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। কিছুদিন পূর্বে বখাটে শাওন স্কুল ছাত্রীর পথরোধ করে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখান করলে বখাটে শাওন বেপরোয়া ও ক্ষিপ্ত হয়ে প্রতিনিয়ত স্কুল ছাত্রীকে পথ আটকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। স্কুল ছাত্রী বিষয়টি তার মাকে অবহিত করেন।
স্কুল ছাত্রীর মা জানান, তিনি মেয়ে ও পরিবারের মান সম্মান ও ইজ্জতের কথা চিন্তা করে বিষয়টি নিয়ে চুপ থাকেন। ছাত্রীর মা অভিযোগ করেন, ২৭ জুন বিকাল ৩টার দিকে তিনি তার কন্যাকে নিয়ে বখাটে শাওনদের বাড়ির পাশ্ববর্তী রাস্তা দিয়ে বাবার বাড়ি যাওয়ার পথে রাখালতলা নামক স্থানে পৌছলে বখাটে শাওনসহ তার সহযোগী সেন্টু তাদের পথরোধ করে। এক পর্যায়ে তার কন্যার হাত ধরে টানা হেচরা করে। এ সময় তিনি প্রতিবাদ করলে বখাটেরা তাকেও লাঞ্চিত করে। এক পর্যায়ে ভয়াবহ পরিনতির হুমকি দিয়ে চলে যায়। পরবর্তিতে এ ঘটনা বখাটে শাওনের বাবাকে জানালে ছেলের বিচার না করে উল্টো তাকে সাশিয়ে দেন। ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র কাছে লিখিতভাবে জানানো হয়। নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পুলিকে নির্দেশ দেন। বখাটের হুমকির মুখে পরিবারটি আতংকের মধ্যে রয়েছে বলে তিনি জানান ।
মামলায় আরো বলা হয়, ঘটনার দুই দিন পর (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তিনি তার ছেলে ও মেয়েকে নিয়ে কালির বাজারে বাজার করতে রওয়ানা হয়ে বখাটের বাড়ির সন্নিকটে পৌছলে বখাটে শাওন বেপারী ও তার সহযোগী সেন্টু হাওলাদার(২৪), লিটন হাওলাদার(৩২) ও মিন্টু হাওলাদার(২৬)সহ ৩/৪ সন্ত্রাসী তাদের পথ আটকে অপহরনের চেষ্টা চালায়। এতে মা ও ভাই বাধা দিলে সন্ত্রাসীরা তাদেরকে মারধর করেন। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে বখাটের ধাওয়া করলে বখাটে সন্ত্রাসীরা পালিয়ে যান। স্থানীয়রা মা ও মেয়েকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মেয়ে বাড়ি ফিরে গেলেও মা এখনো চিকিৎসাধীন রয়েছেন । অভিযোগ সম্পর্কে জানতে শাওনের মুঠোফোনে যোগাযোগ করে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে শাওনের বাবা বাবুল বেপারী অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের ঘটনার সত্যতা নেই।