গৌরনদী
উজিরপুরে লঞ্চের ধাক্কায় সন্ধ্যা নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবিতে নিখোঁজ জেলে সুমন হাওলাদার (২৬)র লাশ গতকাল সোমবার উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, শনিবার (০১ জুলাই) পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহি লঞ্চ এমভি তরিকা-২ সন্ধ্যার দিকে উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর চথলবাড়ি নামক স্থান অতিক্রমকালে মাছ ধরা একটি নৌকাকে সজোরে ধাক্কা দিলে নৌকাটি উল্টে যায়। এ সময় নৌকায় থাকা জেলে সুমন হাওলাদার নিখোজ হন। খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস কর্মিরা ও পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার তৎপরতা চালিয়ে দুই দিনে সুমনকে উদ্ধার করতে ব্যার্থ হন।
উজিরপুর মডেল পুলিশ জানান, গতকাল সকাল সাড়ে ৮টায় উজিরপুর উপজেলার লস্করপুর লঞ্চঘাট এলাকায় সন্ধ্যা নদীতে একটি ভেসে যেতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধা করে থানায় নিয়ে আসলে নিখোঁজ সুমনের স্বজনরা লাশটি সুমন হাওলাদারের বলে সনাক্ত করেন। সুমন হাওলাদার উজিরপুর পৌরসভার মাহার গ্রামের তৈয়ব আলীর ছেলে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত নৌকাটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।