Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের সংঘর্ষ, পুলিশসহ আহত-১০

    | ১৬:৫৬, জুন ২৮ ২০১৭ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নে পয়সারহাট বাসষ্টা- ঈদের দিন বিকেলে বাগধা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুই পুলিশসহ ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদকসহ ২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।

    প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার বাগধা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সম্পাদক মো. দিপু মিয়া(৩২)র সঙ্গে একই ইউনিয়নের ছাত্রলীগ নেতা আলিফ বক্তিয়ার(২৮)র দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঈদের দিন বিকেল ৫টায় পয়সারহাট সেতুর কাছে পয়সারহাট বাসষ্টা-ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঊভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের সমর্থকরা লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ বিকেল সাড়ে ৫টায় ঘটনাস্থলে পৌছে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

    স্বেচ্ছাসেবকলীগের সহ-সম্পাদক মো. দিপু মিয়া(৩২) অভিযোগ করেন, তিনি পয়সারহাট বাসষ্টা-ে চা পান করছিল এসময় আলিফ বক্তিয়ার ও তার সন্ত্রাসী সমর্থকরা অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। এ অভিযোগ অস্বীকার করে আলিফ বক্তিয়ার বলেন, আমি বা আমার সমর্থকরা হামলা চালায়নি। সন্ত্রাসী দিপু তার সমর্থকদের নিয়ে আমার উপর হামলা চালিয়েছে।
    আহত পুলিশ কণষ্টবল মো. মেহেদী হাসান অভিযোগ করে বলেন, পুলিশ পরিস্তিতি শান্ত করার পরে বাগধা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. ইউনুস মিয়ার নেতৃত্বে পুলিশের উপর হামলা চালায় । পরবর্তিতে দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়। মো. ইউনুস মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে দেওয়া পুলিশের অভিযোগ সত্য নয়। দুই দফা সংঘর্ষে উভয় গ্রুপের আলিফ বখতিয়ার(৩১), তনময় শেখ(২৫), দিপু মিয়া(২৮), আরিফ হোসেন(২২), নজরুল ইসলাম(১৮)পুলিশ সদস্য মেহেদী হাসান, আমিনুল মিয়াসহ কমপক্ষে ১০ জন আহত হয়। আহত ৭ জনকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ করা হয়েছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় আগৈলঝাড়া থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মো. শাহজাহান আলী বাদি হয়ে বাগধা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. ইউনুস মিয়াকে প্রধান আসামি করে ৫ জনের নামউল্লেখসহ ১২/১৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

    Post Views: ১,৬০৫

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে মাদ্রাসা ছাত্র নিঁখোজ
    • গৌরনদীতে আইনজীবীর সহকারি ইয়াবাসহ গ্রেপ্তার
    • ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) উদ্যোগে বাঁধ অপসারন, পানি বন্দি থেকে মুক্ত হলেন শতাধিক পরিবার
    • বজ্রপাতরোধে গৌরনদীতে বিনামূল্যে তালচারা- কীটনাশক বিতরন অনুষ্ঠান
    • আগৈলঝাড়ার ভেগাই হালদারের ১শ ৭২তম জন্মবার্ষিকী পালিত
    • আগৈলঝাড়ায় প্রবীন প্রতিবন্ধীদের অধিকার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে ফল উৎসব ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত
    Top