গৌরনদী
গৌরনদী ইসলামি ব্যাংকের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদীর টরকী শাখার ইসলামি ব্যাংকের উদ্যোগে গতকাল ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেণ্ট ও জোনাল হেড আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন টরকী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুফতি আবু বকর বিন হোসাইন অজমী।
স্বাগত বক্তব্য রাখেন টরকী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কামরুল হাছান খান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদ সদস্য রাজু আহম্মেদ হারুন, উপজেলা আওয়ামীরীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদার, সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মোসলেম উদ্দিন সিকদার, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর কাউন্সিলর মোঃ খোকন সিকদার, মোঃ আমিনুল ইসলাম রিপুন, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক রাতুল শরীফ, টরকী ব্যবসায়ী সমিতির সাধারনসম্পাদক মোঃ বুলবুল দেওয়ান, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক আবু সাঈদ খন্দকার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রনি। দোয়া মোনাজাত পরিচালনা করেন টরকী জামে মসজিদের ইমাম ।