গৌরনদী
মাদক ও ইভটিজিং প্রতিরোধে গৌরনদীতে শিক্ষার্থী সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ মাদকমুক্ত ও ইভটিজিং মুক্ত গৌরনদী গড়তে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল রবিবার সকালে এক শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। সাকুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলাউদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন ওসি তদন্ত মোঃ আফজাল হোসেন, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, স্কুল পরিচজালনা কমিটির সদস্য মোঃ আলমগীর হোসেন উকিল, রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য মোঃ মনিরুজ্জামান চুন্নু। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলি উল্লাহ, সহকারী প্রধান শিক্ষক আঃ হামিদ মিয়া, সিনিয়র সহকারী শিক্ষক মানিকল আচার্য্য, মোঃ বাদশা সিকদার, শক্তি বিশ্বাস, মোঃ শহিদুল ইসলাম, জহিরুল ইসলাম প্রমূখ। সভায় প্রধান অতিথি হিসেবে ওসি মোঃ ফিরোজ কবির বলেন, যে কোন মূল্যে গৌরনদীকে মাদকমুক্ত করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যেই গৌরনদীর প্রভাবশালী মাদক্য ব্যবসায়ী ও গডফাদারদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন, হয় গৌরনদীতে মাদক ব্যবসায়ী থাকবে না হয় আমি থাকবো। যত বড় ক্ষমতা ধর ব্যক্তিই হোক না কেন কোন ব্যবসায়ী বা মাদক সেবনকারী রেহাই পাবে না। অনুষ্ঠানে আলোচনা শেষে মাদক ও ইভটিজিং না করতে শিক্ষার্থীরা শপথ গ্রহন করেন। শপথ বাক্য পাঠ করার ওসি মোঃ ফিরোজ কবির।