গৌরনদী
মাদক স¤্রাট হিরা মাঝির ভাই দক্ষিনাঞ্চলের ইয়াবার বড় বিনিয়োগকারী গৌরনদীর মাদক গডফাদার মানিক মাঝি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বিপুল পরিমান ইয়াবাসহ বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মাদক স¤্রাট যুবলীগের কর্মী হিরা মাঝির ভাই দক্ষিানাঞ্চেলের ইয়াবার বড় বিনিয়োগকারী কথিত আওয়ামীলীগ নেতা মাদক ব্যবসার গডফাদার মানিক মাঝিকে গতকাল শনিবার সন্ধ্যায় গৌরনদী উপজেলার মাহিলাড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ । মাদক স¤্রাট হিরা মাঝি গ্রেপ্তারের পর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ১২০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করার পর তাকে নিয়ে রাত ভর অভিযান চালায় পুলিশ্ ।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ ফিরোজ কবির জানান, ইয়াবা স¤্রাট কটকস্থল গ্রামের হীরা মাঝির গ্রেপ্তারের পর দক্ষিানাঞ্চলের ইয়াবা ব্যবসার গড ফাদার মানিক মাঝি দীর্ঘদিন পলাতক ছিল্ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যায় গৌরনদী উপজেলার মাহিলাড়া থেকে গ্রেপ্তার করার পর তাকে বিভিন্ন স্থানে অভিযান চালানো অব্যহত আছে।
এলাকাবাসী জানায়, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের মজিবুর রহমান ওরফে ইঙ্গুল মাঝির পুত্র মানিক মাঝি ঢাকায় ফুটপাতে হকারিং করত। হঠাৎ এলাকায় এসে মাছের ব্যবসা শুরু করেন। এক পর্যায়ে যশোর মাদক সি-িকেডের সঙ্গে পরিচয় হলে এলাকায় মাদক ব্যবসা শুরু করেন। কিছু দিনের মধ্যে এলাকায় নিজেকে আওয়ামীরীগ নেতা দাবি করে বড় বড় বিল বোড ঝুলিয়ে নিজেকে আওয়ামীলীগ নেতা জাহির করে এলাকায় প্রভাব বিস্তার করে ইয়াবা পাইকারী ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তিতে বছর যেতে না যেতে হয়ে উঠেন ইয়ার বড় বিনিয়োগকারী। ভাই হিরা মাঝিকে দিয়ে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাইকারী সরবারহ করেন এবং নিজে আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক বনে যান। এলাকায় অবাধে চালাতে থাকেন ইয়াবাসহ মাদক ব্যবসা।