গৌরনদী
গৌরনদীতে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ বিক্রোতা সুমন সরদার গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার মধ্য হোসনাবাদ গ্রাম থেকে বৃহস্পতিবার বিকেলে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ বিক্রোতা সুমন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ ফিরোজ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে মধ্য হোসনাবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রোতা সুমন সরদারকে (২২) গ্রেফতার করে তল্লাশী করে পুলিশ। সুমনের শরীরের বিভিন্ন স্থান থেকে ১০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) ফকরুদ্দিন বাদি হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুমন পুলিশের খাতায় মাদক স¤্রাট।