গৌরনদী
বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের বরিশাল জেলা কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের বরিশাল জেলা কমিটি গঠন করার লক্ষে কবি জীবনান্দ দাস মিলনায়তনে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাকেরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ও পৌর ডিপ্লোমা প্রকৌশলী এ্যাসোসিয়েশনের বরিশাল বিভাগীয় শাখার সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উজিরপুর পৌরসভার সচিব মোঃ ফারুক হোসেন, গৌরনদী পৌরসভার সচিব মোঃ শফিকুল ইসলাম, বাকেরগঞ্জ পৌরসভার সচিব মোঃ শহিদুল ইসলাম, মুলাদী পৌরসভার সচিব মোঃ শফিউল আলম, মেহেন্দিগঞ্জ পৌরসভার সচিব মোঃ নজরুল ইসলাম, মুলাদী পৌরসভার এসডিও মোঃ জাকির হোসেন, গৌরনদী পৌরসভার কর আদায়কারী কে,এম মোশাররফ হোসেন, গৌরনদী পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক মোঃ মনিরুজ্জামান মনির, বাকেরগঞ্জ পৌরসভার কার্য্য সহকারী মোঃ নূরুজ্জামান খাঁন প্রমুখ। আলোচনা শেষে বরিশাল জেলার পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের এক দফা এক দাবী “রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা ” পাওয়ার দাবিতে সর্বসম্মতিক্রমে মুলাদী পৌরসভার সচিব মোঃ শফিউল আলমকে সভাপতি ও গৌরনদী পৌরসভার সহকারী লাইসেন্স পরির্দশক মোঃ মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছর মেয়াদী ২৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন বরিশাল জেলা শাখার কার্য নির্বাহী কমিটি সর্ব সম্মতিক্রমে গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি গৌরনদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ এমাদদুল হক, উজিরপুর পৌরসভার সচিব মোঃ ফারুক হোসেন, গৌরনদী পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারন সম্পাদক মুলাদী পৌরসভার এসডিও মোঃ জাকির হোসেন, বাকেরগঞ্জ পৌরসভার হিসাব রক্ষক মোঃ ছালাম মল্লিক, বাকেরগঞ্জ পৌরসভার কার্য সহকারী মোঃ নুরুজ্জামান খান, সাংগঠনিক সম্পাদক বাকেরগঞ্জ পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোঃ কাওছার হোসেন হাওরাদার, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেন্দিগঞ্জ পৌরসভার টিকাদান সুপারভাইজারমোঃ আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাকেরগঞ্জ পৌরসভার নক্সাকার মোঃ কামরুল হাসান, দপ্তর সম্পাদক উজিরপুর পৌরসভার কর আদায়কারীমোঃ শহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক গৌরনদী পৌরসভার কার্য সহকারী মোঃ শফিকুর ইসলাম, কোষাধ্যক্ষ গৌরনদী পৌরসভার পাম্প চালক খোন্দকার আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য যথাক্রমে বানারীপাড়া পৌরসভার সচিব শাহিনা আক্তার, গৌরনদী পৌরসভার হিসাব রক্ষন কর্মকতা খোকন চন্দ্র রায়, গৌরনদী পৌরসভার এ্যাসেসর ডলি রানী বনিক, লাইসেন্স পরিদর্শক মিজানুর রহমান, আফরোজ জাহান তানিয়া, মামুন-অর-রশিদ, মোঃ মাইন উদ্দিন, মোস্তাফিজুর রহমান ও মোঃ নুরুল ইসলাশ শিপন।