গৌরনদী
গৌরনদী হোমিওপ্যাথিক চিকিৎসক এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলা হোমিওপ্যাথিক চিকিৎসক এসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন ২০১৭ গতকাল শনিবার সকালে আনসার হোমিও ক্লিনিকে অনুষ্ঠিত হয়।
গৌরনদীর প্রবীন হোমিওপ্যাথিক চিকিৎসক ও খাঞ্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাঃ মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ডাঃ মনিষ চন্দ্র বিশ্বাস, ডাঃ উত্তর কুমার দাস, ডাঃ সরোয়ার আলম, ডাঃ খালেদ সাইফুল্লাহ প্রমূখ। সভায় ২০১৭-২০১৯ ইং (দুই বছর) এর জন্য বিনাপ্রতিদ্বন্ধীতায় ২৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। নির্বাচিত কর্মকর্তারা হলেন, সভাপতি ডাঃ মোঃ শাহজাহান, সহ- সভাপতি ডাঃ সরোয়ার আলম, ডাঃ খালিদ সাইফুল্লাহ, ডাঃ এম, এ রহিম, ডাঃ খলিলুর রহমান, ডাঃ মোঃ আইয়ুব আলী, সাধারন সম্পাদক ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস, যুগ্ম সম্পাদক ডাঃ কমল কৃঞ্চ হালদার, সহ-সম্পাদক ডাঃ আকলিমা আক্তার, সাংগঠনিক সম্পাদক ডাঃ উত্তম কুমার দাস, সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ মাও ঃ এমদাত হোসেন, ডাঃ মাওঃ মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ ডাঃ নুরুল আনোয়ার, দপ্তর সম্পাদক ডাঃ বরকত উল্লাহ, সহ-দপ্তর সম্পাদক ডাঃ রোমেনা আফরোজ, প্রচার সম্পাদ;ক ডাঃ হাবিুর রহমান সহ-প্রচার সম্পাদক ডাঃ মোবারক হোসাইন ও ৭জন সির্বাহী সদস্য ২৬ সদস্য বিশিষ্ট কমিটি। পৌর মেয়র মোঃ হারিছুর রহমানকে গৌরনদী উপজেলা হোমিওপ্যাথিক চিকিৎসক এসোসিয়েশনের পৃষ্ঠপোষক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে উপদেষ্টা করা হয় ।