গৌরনদী
গৌরনদীতে দুই সদস্য প্রার্থীর বোমা হামলা পাল্টা হামলা বাড়ি ভাঙচুর আহত-৮
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই সদস্য প্রার্থীর বিরোধকে কেন্দ্র করে গতকাল রবিবার সকালে রাজাপুর গ্রামে বোমা হামলা পাল্টা হামলাসহ দুটি বসতঘর ভাঙচুরসহ ৮ জন আহত হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গুরুতর আহত ৪ জনকে গৌরনদী ও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, আহত ও পুলিশ জানান, গৌরনদী বার্থী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করছেন মোঃ মোশারফ হোসেন সরদার ও নান্নু মৃধা। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বহু আগেই থেকেই বিরোধ চলে আসছিল। গত শনিবার বিকেলে রাজাপুর বাজারে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
সদস্য প্রার্থী মো. মোশারফ হোসেন জানান, গতকাল রবিবার সকাল সাড়ে ৫টায় পুলিশের তালিকাভ’ক্ত সন্ত্রাসী ও খাদেম হত্যার প্রধান আসামি নান্নুমুধা(৪২)তার সহোদর সেন্টু মৃধা(৩৫)র নেতৃত্বে ৭/৮জন সন্ত্রাসী তার ও তার সমর্থক নুর মহাম্মদ সরদারের বাড়িতে বোমা হামলা চালায়। গ্রামবাসী জানান, এ হামলার জের ধরে সকাল ৬টায় মোশারফ হোসেনের সমর্থকরা জড়ো হয়ে নান্নু মৃধা ও তার সমথর্ক মো. শিমুলের বাড়িতে হামলা চালিয়ে দুই জনের বসত ঘর ভাঙচুর করেছে।
সদস্য প্রার্থী নান্নু মৃধার বড় স্ত্রী পারভিন বেগম (৩২) অভিযোগ করেন, মোরফ হোসেন, নুর মহাম্মদসহ ২০/২৫জন সমর্থক হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। নান্নুর ছোট স্ত্রী হাসিনা বেগম অভিযোগ করেন, হামলাকারীরা তার ম্লীলতাহানী ঘটনায়। উভয় ঘটনায় উভয় গ্রুপের মওলা সরদার(৩২), সুমন ফকির (২২), পারভিন বেগম(৩২) পুত্রবধূ শাহনাজ আক্তার (২০), কন্যা পপি খানম(১৭)সহ ৮ জন আহত হয়। গুরুতর ৪ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি) এস,এম, আফজাল হোসেন বলেন, এ ঘটনায় গতকাল রবিবার গৌরনদী মডেল থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে। নান্নু মৃধা তালিকাভ’ক্ত সন্ত্রাসী তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ ১২টি মামলা রয়েছে।