গৌরনদী
অপহরন ও ধর্ষনের অপরাধে পৃথক ধারায় গৌরনদীর গৃহশিক্ষকের ৪৪ বছর সশ্রম কারাদ-
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার উত্তর গেলাকুল গ্রামের গৃহ শিক্ষক সাইদুল সরদারকে নারী ও শিশু নির্যাতন আইনের পৃথক দুটি ধারায় যাবজ্জীবন অপর একটি ধারায় ১৪ বছরের সশ্রম কারাদ-ে দ-িত করা হয়েছে। গত বুধবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রইবুনালের বিচারক শেখ মো. আবু তাহের এ রায় প্রদান করেন। আসামির অনুপুস্থিতে এ রায় প্রদান করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের বাসিন্দা ও সেনাবাহিনীর ওয়ারেণ্ট অফিসারের কন্যা ও পালরদী মডেল স্কুল এ্যা- কলেজের নবম শ্রেনির ছাত্রীকে প্রাইভেট পড়াতেন একই উপজেলার উত্তর গেরাকুল গ্রামের মৃত আব্দুর রহমান সরদারের পুত্র সাইদুল সরদার। ২০০৭ সালের ১৭ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে সাইদুল সরদার স্কুল ছাত্রীকে অপহরন করে নিয়ে যান। অপহরনকারী গৃহশিক্ষক সাইদুল সরদার অপহৃতাকে নিয়ে তার (সাইদুলের) মামা বাড়ি উজিরপুরে আটকে রেখে ধর্ষন করেছে। স্কুল ছাত্রী অপহরন ও ধর্ষনের অভিযোগে ২১ জুলাই অপহৃতার চাচা মো. সহিদুল ইসলাম বাদি হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ ঢাকা সদর ঘাট থেকে অপহৃতা ও অপহরনকারী সাইদুল সরদারকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) কাজী বিধান আবিদ ২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর আসামি সাইদুল সরদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ প্রমানিত হলে আদালতের বিচারক অপহরনের অভিযোগ ১৪ বছরের সশ্রম কারাদ- ১০ হাজার টাকা জড়িমানা অনাদায়ে আরো তিন বছরের কারাদ- ও ধর্ষনের অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদ- ২০ হাজার টাকা জড়িমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদ-ে দ-িত করে রায় প্রদান করা হয়। উল্লেখ্য মামলাটির বিচারাধীন অবস্থায় জামিন নিয়ে পলাতক থাকায় আসামির অনুপুস্থিতিতে বিচার কার্য সম্পন্ন হয়।