গৌরনদী
উজিরপুরে দেড় কোটি টাকার ইউরিয়া সার জব্দ, গ্রেপ্তার-৬
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুরে অবৈধ পন্থায় আসা দেড় কোটি টাকারও বেশী ইউরিয়া সার জব্দ করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। অবৈধ পন্থায় আসা সার কালোবাজারে বিক্রি চক্রের মুল হোতাসহ ৬ জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার একদল পুলিশ নিয়ে শিকারপুর বন্দরের খানসন্স গ্রুপের গোডাউনের রাস্তার মাথায় সন্ধ্যা নদীতে নোঙ্গর জাহাজ তমাল ও তমাল-১সহ ২টি কার্গো জাহাজ ২টি ট্রাক ৯৬০ টন ইউরিয়া সার আটক করেছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, তারা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরের খানসন্স গ্রুপের গোডাউনের রাস্তার মাথায় জাহাজ থেকে ইউরিয়ার খালাস করা হচ্ছে। শনিবার দিবাগত গভীর রাতে তিনি ও উজিরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালাসহ একদল পুলিশ ঘটনাস্থলে হাজির হন। এসময় সার পাচারকারী চক্রের লোকজনকে তাদের চ্যালেঞ্জ করলে কোন কাগজপত্র দেখাতে পারে নাই। এক পর্যায়ে সার পাচারকারী চক্রের হোতা স্থানীয় মো. মিন্টু খান(৫০) একটি চালান দেখান । যাতে লেখা ছিল মেসার্স পোটন এন্টারপ্রাইজের ইউরিয়া সার চট্টগ্রাম থেকে বাফার গোডাউন শিকারপুর পাঠানো হয়। ওই নামে শিকারপুরে কোন গোডাউন নেই। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটককৃতরা প্রকৃত ঘটনা ফাঁস করে দেন।
পাচারকারী চক্রের মূল হোতা মো. মিন্টু খান (৫০) জানান, তারা দীর্ঘদিন যাবত অবৈধভাবে এক এলাকার সার আরেক এলাকায় পাচার করে আসছিল। ৯ শত ৬০ টন ইউরিয়া সার মেসার্স পোটন এন্টারপ্রাইজের চট্টগ্রাম থেকে বাফার গোডাউন শিকারপুর পাঠানো কাগজপত্র থাকলে ওই সার ট্রাকযোগে টেকেরহাট যাওয়ার কথা ছিল। টেকেরহাট এলাকায় নিয়ে যাওয়ার জন্য নিরাপদ এলাকা হিসেবে শিকারপুর খালাস করা হয়। এবং খালঅস করার সময় পুলিশের হাতে ধরা পরে। পুলিশের হাতে আটককৃত সারের মূল্য ১কোটি ৫৩ লাক্ষ ৬০ হাজার টাকা।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এক এলাকা সার আরেক এলকায় পাচারের উদ্দেশ্যে শিকাপুরে খালাস করে ট্রাকযোগে টেকেরহাট নেওয়ার সময় পুলিশ চক্রের মূল হোতা শিকারপুর বন্দর ব্যবসায়ী মিন্টু খান, কার্গো জাহাজের মাষ্টার মজিবুর রহমান, শুকানী আর্শেদ আলম, ট্রাক ড্রাইভার জসিম উদ্দিন, রানা মাহমুদ ও দেলোয়ার হোসেনকে আটক করেছে। এ সময় ২টি কার্গো জাহাজ ও ২টি ট্রাক ভর্তি ইউরিয়া সার জব্দ করা হয়। এ ঘটনায় উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) মো. লুৎফর রহমান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।