গৌরনদী
গৌরনদীতে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের ১১৪তম জন্মজয়ন্তী পালিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ অবিভক্ত বাংলা প্রদেশের নাজিমুদ্দিন এবং শহীদ সোহরয়ার্দি ক্যাবিনেটের মন্ত্রী, অবিভক্ত ভারতের কেন্দ্রীয় অন্তবর্তী সরকারের আইন মন্ত্রী ও সাবেক পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের আইন ও শ্রম মন্ত্রী মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের ১১৪তম জন্মজয়ন্তী রবিবার বিকেলে তার জন্ম ভিটা বরিশালের গৌরনদী উপজেলার মৈস্তারকান্দিতে পালিত হয়।
মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি পরিষদের উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় মহাপ্রাণ স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি ও স্মরন সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি দিজেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে স্মরন সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের প্রভাষক দিনেশ চন্দ্র জয়ধর, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম মানিক হাসান, পরিষদের ইতিহাস ও গবেষনা সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ সরদার, বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পার্থসারথি হালদার, জহরেরকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশিস সরকার। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারন সম্পাদক ডাক্তার মনোতোষ সরকার। বক্তব্য রাখেন ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল কৃষ্ণ জয়ধর, সমাজ সেবক লক্ষীকান্ত বৈদ্য, মন্টুরঞ্জন মন্ডল, গৌরাঙ্গলাল বালা প্রমুখ। বক্তারা উপজেলার নিলখোলা-বাশাইল সড়কটি মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের নামকরনের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।