গৌরনদী
বরিশাল জেলা পরিষদের সদস্য হারুন হাওলাদারকে গণসংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশাল জেলা পরিষদে বিনা প্রতিদন্ধিতাতায় ২ নং ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য, প্রবীন আওয়ামীলীগ নেতা ও টরকী বন্দর বনিক সমিতির সভাপতি রাজু আহম্মেদ হারুনকে শনিবার বিকেলে গনসংবর্ধনা প্রদান করা হয়েছে।
টরকী বন্দর বনিক সমিতির উদ্যোগে টরকী বন্দর হাইস্কুল মাঠে গনসংবর্ধনা অনুষ্টান বনিক সমিতর সহসভাপতি ভজন কুন্ডের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, গৌরনদী মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ আলাউদ্দিন মিলন, বনিক সমিতর সাধারন সম্পাদক বুলবুল দেওয়ানের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইতালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম দিলীপ, বনিক সমতির সহসভাপতি অমর ক্ষ্ণৃ রায়, কোষোধ্যক্ষ মামুন মাঝি, পৌর কাউন্সিলর সিকদার খোকন, সেলিনা আক্তার, কাজী তৌফিক ইকবাল স্বজল, টরকী বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, সহকারী শিক্ষক আবদুল ওহাব মোল্লা, টরকী বন্দরের ব্যবসায়ী ও সাংবাদিক কাজী আল আমীন প্রমুখ। শেষে বরিশাল জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুনকে সংবর্ধনা প্রদান করেন।