গৌরনদী
গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ আর্ত মানবতার সেবার লক্ষ্য নিয়ে গৌরনদী উপজেলার পূর্ব হোসনাবাদ এসকেএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মাষ্টার মোকছেদুর রহমান কল্যান তহবিল প্রতিষ্ঠা করা হয়। ওই কল্যান তহবিলের উদ্যোগে গতকাল সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
পূর্ব হোসনাবাদ এসকেএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মাষ্টার মোকছেদুর রহমান কল্যান তহবিল পরিচালনা কমিটি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ তাজবিরুল মহসিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ, সহকারী শিক্ষক রঙ্গলাল মন্ডল, খান মোঃ আমিনুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার, গৌরনদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আমিন মোল্লা, প্রমুখ। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন অনুষ্ঠানের সভাপতি ও অতিথিবৃন্দ।