গৌরনদী
গৌরনদীতে যুবদল দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদকঃ রাস্তায় বালুর ট্রাক ঢোকানাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে যুবদলের দুই গ্রæপের সংঘর্ষে ঘটনায় মঙ্গলবার গৌরনদী মডেল থানায় পাল্টাপাল্টি তিনটি মামলা দায়ের করা হয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। হামলার প্রতিবাদে একপক্ষ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।
থানা সূত্রে জানা গেছে, মাহিলাড়া ইউনিয়ন যুবদলের সদস্য মোঃ রাসেল খন্দকার বাদি হয়ে মঙ্গলবার প্রতিপক্ষ যুবদল সদস্য মোঃ সবুজ সিকদারকে প্রধান আসামি ও যুবদল সদস্য হৃদয়, বেল্লাল ও আরমানসহ ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। অপরদিকে একই দিন সবুজ সিকদারের সমর্থক মোজাহার সন্যামাত বাদি হয়ে মাহিলাড়া ইউনিয়ন বিএনিপর আহবায়ক সজল সরকার তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করে ও মেঘলা আক্তার বাদি হয়ে উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ মনির হোসেনসহ ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করেছে। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া বলেন, পরিস্থিতি সমাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় পাল্টাপাল্টি তিনটি অভিযোগ হাতে পেয়েছি। একটি মামলা রেকর্ড করা হয়েছে বাকি দুটি প্রাথমিক তদন্ত শেষে রেকর্ড করা হবে। এদিকে মঙ্গলবার সকালে মাহিলাড়া বাসষ্ট্যান্ডে রাসেল সমর্থকরা হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ সমাবেশে করেছে। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শামীম খলিফা, জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, সরকারী গৌরনদী কলেজ ছাত্রদলের সাবেক জিএস ফুয়াদ হোসেন এ্যানি, যুবদল নেতা সোহাগ মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বায়জিদ হাসান।
উল্লেখ সোমবার সকালে আমাদের একটি বালুর ট্রাক মাহিলাড়া থেকে নলচিড়ার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মাহিলাড়া লালপুল নামক এলাকায় পৌছলে চালকের সঙ্গে হৃদয় সরদার ও তার সহযোগীদের কথা কাটাকাটির ঘটনা ঘটে। খবর পেয়ে যুবদল কর্মী রাসেল খন্দকার, সুজন মুন্সীকে ঘটনাস্থলে পৌছে চালকের পক্ষ নিয়ে হৃদয়ের উপর হামলা চালায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের ৯জন আহত হয়।