Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    খাল পুনঃখননে ব্যাপক অনিয়ম-ও দুনীতির প্রতিবাদে গৌরনদীতে কৃষকদের মানববন্ধন ও সমাবেশ

    | ১৭:৩৬, মার্চ ১৩ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে খাল পুনঃখননে ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার বার্থী ও ডুমুরিয়া গ্রামের সর্ব্বস্তরের চাষিদের ব্যানারে পশ্চিম বার্থী ব্রিজ নামকস্থানে বার্থী-ভালুকশী সড়কে দুই শতাধিক কৃষক এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এ সময় বিক্ষুব্ধরা খাল কাটার এস্কেভেটার (ভেকু) বন্ধ করে দেয়।

    চাষী আ. গনি সরদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিন্টু, এস.এম মোশারফ হোসেন, বøক ম্যানেজার আব্দুল করিম হাওলাদার, পঞ্চানন দত্ত, ছালাম বেপারী, বোরো চাষি মোস্তফা হাওলাদার, কলম সরদার, শেখ সামাদ হুজুর, ছত্তার হাওলাদার, বার্থী ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবু বাশার সরদার প্রমূখ। বিক্ষুব্ধ কৃষকরা জানায়, ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় উপজেলার বার্থী গ্রামের আজিজ ফকিরের বাড়ির কাছ থেকে পশ্চিম বার্থী খিষ্টান বাড়ি পর্যন্ত ও ডুমুরিয়া গ্রামের উত্তর সীমানা থেকে বার্থী ৭৫ফুট ব্রিজ পর্যন্ত ৪ কিলোমিটার খাল পুণঃখননের কাজ পান আজাদ এন্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ঠিকাদারের লোকজন প্রভাব খাটিয়ে ও পুলিশের ভয়ভীতি দেখিয়ে খালের এক পাড়ের জমির মালিকদের গাছপালা কেটে ও পান বরজ ভেঙ্গে নিতে বাধ্য করেন। এরপর ঠিকাদাদের লোকজন এস্কেভেটার (ভেকু) চলাচলের জন্য খাল পাড়ের ফসলি জমি কেটে জমির ভেতর ফেলে রাখে। এরপর এস্কেভেটার দিয়ে খালের ভেতরের এক-তৃতীয়াংশ থেকে কিছু কাঁদামাটি কেটে ওই কাটা মাটির উপরে ফেলে প্রলেপ দিয়ে যাচ্ছে। এস্কেভেটার চলাচলের জন্য পশ্চিম বার্থী পুরানো জামে মসজিদ ও ঈদগাহ মাঠে মুসল্লীদের যাতায়াতের প্রায় ১১’শ ফুট মাটির রাস্তার মাটি কেটে খালের ভেতর ফেলে আবার খাল থেকে ফেলা মাটির অধিকাংশ তুলে রাস্তা ফেলা হয়। এতে রাস্তা আগের চেয়ে ৩/৪ ফুট নিচু হয়েছে ও রাস্তা ধসে পড়েছে। খালে যে মাটি ফেলা হয়েছে তাও রাস্তায় ফেলা হয়নি। ভেকু দিয়ে খালের ঢাল কাটার কারণে খালপাড়ের ফসলি জমি, বাড়ি, পান বরজ ও মাটির রাস্তা ধসে খালের ভেতর পড়ে খাল ভরাট হয়ে যাচ্ছে। সিডিউল অনুযায়ী খাল পুনঃখনন না করার কারণে ও খাল পুনঃখননে ব্যাপক অনিয়-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে এবং ফসলি জমি- মসজিদের রাস্তার ক্ষতিপূরণের দাবিতে বিক্ষুব্ধরা খাল কাটার এস্কেভেটার মেশিন (ভেকু) বন্ধ করে দেয়।

    আজাদ এন্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারী পক্ষে প্রকল্প বাস্তবায়ন তদারককারী মোঃ মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, মাটি রাখার জায়গা না থাকায় খালের পাশেই মাটি রাখতে হয়। সেহেতু বেশী গভীর করা যাচ্ছে না। বরিশাল বিএডিসি’র সহকারী প্রকৌশলী আতায়ী রাব্বি জানান, সিডিউল অনুযায়ী প্রতি কিলোমিটার খাল পুনঃখননে ঠিকাদার সর্বনি¤œ ১১ লাখ টাকা বিল পাবে। খাল পুনঃখননে অনিয়মের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সিডিউলের কপি পেতে হলে তথ্য অধিকার আইনে অফিসে আবেদন করতে হবে।

    Post Views: ১৭৯

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে ফল উৎসব ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের কমিটি ঘোষনা
    • বেদে সম্প্রদায়কে বহনকারী ট্রাক উল্টে ডোবায়, নিহত ২ আহত-২১
    • গৌরনদীতে বিনামূল্যে বীজ-কীটনাশক-সার ও চারা বিতরন অনুষ্ঠান
    • মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্যের বিচারের দাবীতে আগৈলঝাড়ার ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান
    • মোংলায় দূষণরোধে পাটের পলিথিন বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে বিএনপি নেতার ছেলের হামলায় দুই ব্যবসায়ী জখম, প্রতিবাদে বিক্ষোভ ও ধর্মঘট
    Top