গৌরনদী
গৌরনদীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্তদের মাঝে যাকাতের অর্থ বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যেগে যাকাত বিতরণ অনুষ্ঠান সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইসলামীক ফাউন্ডেশন গৌরনদী উপজেলা ফিল্ড সুপারভাইজার মাওলানা মো: মোয়াজ্জেম হেসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান, বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম, উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম, গৌরনদী উপজেলা মসজিদভিত্তিক পাঠাগার এর কেয়ারটেকার মাওলানা আব্দুল মালেক, সাধারণ কেয়ারটেকার মাওলানা আলামিন প্রমুখ। উপজেলার ২৪ জন জাকাত প্রার্থীর মধ্যে নগদ ৮৯ হাজার টাকা বিতরণ করা হয়।