গৌরনদী
গৌরনদী মডেল থানার ওসি তদন্তের পুত্রের বর্ষসেরা পদক অর্জন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মো. আফজাল হোসেনের পুত্র আঞ্জুম শাহারিয়ার ইফতি বরিশাল মল্লিকা কি-ার গার্টেন থেকে প্রি-প্লে থেকে ২০১৬ সালের বর্ষ সেরা শিক্ষার্থী হিসেবে সেরা পদক ২০১৬ অর্জন করেছে। মেধাবী ক্ষুদে শিক্ষার্থী ইফতির স্বপ্ন সে বড় হয়ে সেনা কর্মকর্তা হবে। এ প্রসঙ্গে তার বাবা গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মো. আফজাল হোসেন বলেন, পদস্থ বড় কর্মকর্তা হওয়া বড় কথা নয় বরং একজন ভাল মানুষ হওয়াই বড় কথা। আপনারা দোয়া করবেন, নীতি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের দিক থেকে ইফতি যেন একজন ভাল মানুষ হতে পারে।