বরিশাল
আগৈলঝাড়ায় প্রার্থীদের নিয়ে প্রশাসনের বিশেষ মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের আয়োজনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইন শৃঙ্খলা রক্ষার্থে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার দেবী চন্দ’র সভাপতিত্বে এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীদের নিয়ে বিশেষ আইন শৃঙ্খলা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, দায়িত্ব প্রাপ্ত রিটানিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার মো. নাসির উদ্দিন, রিটানিং অফিসার ও প্রাণী সম্পদ অফিসার ডা: মো: বখতিয়ার উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার সেলিম রেজা, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আইয়ুব আলী মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম, বরিশাল র্যাব-৮ এর ডিএডি হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সরদার, জাতীয় পার্টি সভাপতি সিরাজুল ইসলাম,বিএনপি সাধারণ সম্পাদক এস এম আফজাল হোসেন, বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন লালটু, কে এম রেজাউল ফয়েজ রেজা প্রমূখ। শান্তিপূর্ন ভাবে নির্বাচনের জন্য সকলার সহযোগিতা কামনা করেন প্রসাশন। সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার প্রার্থীদের ও ভোটারদের আস্বস্ত করে বলেন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে ২২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। কোন ভোটারদের ভয়ভিতি প্রদর্শণ করলে তার বিরুদ্বে আইন গত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও বক্তরা বলেন, নির্বাচনে আচারন বিধি লংঘন করলে তার বিরুদ্বে জরিমানা সহ কারাদন্ডে দন্ডিত করা হবে।