বরিশাল
মহান বিজয় দিবস উপলক্ষে গৌরনদীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন
নিজস্ব প্রতিবেদকঃ মহান বিজয় দিবস উপলক্ষে ডাচ্ বাংলা ব্যাংক চাঁদশী শাখা, মানুষ মানুষের জন্য যুব সংঘ ও চাঁদশী সমাজ সেবা সংগঠনের যৌথ উদ্যোগে শনিবার দক্ষিণ চাদশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে কুইচ প্রতিযোগীতা, পুরুস্কতা বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সমাজসেবক মো বাবুল কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ বিপুল হোসেন, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিকি কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, চাঁদশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মোঃ তাইফুর রহমান কচি, চাঁদশী ইউনিয়ন বিএনিপর আহবায়ক মোঃ আলী আকবর মোল্লা, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মনীষ চন্দ্র বিশ্বাস, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, গৌরনদী উপজেলা এনজিও সমন্বয়কারী প্রেমানন্দ ঘরামী, সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আবুল হোসেন, সহকারী শিক্ষক মোঃ শামীম সরদার, ডাচবাংলা ব্যাংকের এসআর মোঃ সুমন সরদার, সমাজ সেবক মোহাম্মদ কাজী ইসলাম, মোঃ জয়নাল সরদার, মোঃ আলাউদ্দিন, আহসান ইসলাম নয়ন। বক্তব্য রাখেন মানুষ মানুষের জন্য যুব সংঘ সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম লিমন ও চাঁদশী সমাজ সেবা সংগঠন সভাপতি সোহাগ সিকদার। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।