বরিশাল
গৌরনদীতে শিক্ষিকার বদলীর আদেশ বহাল ও প্রত্যাহার দাবীতে পাল্টাপাল্টি মানববন্ধন
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার হরিসেনা সরকারী প্রাথমকি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিপা রানী পালের বদলীর আদেশ বহাল ও প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার দ্বিধাবিভক্ত হয়ে অভিভাবকরা পাল্টাাপাল্টি মানববন্ধ ও কর্মসূচী পালন করেছে। এতে বিব্রতকর অবস্থায় পড়েছে অভিভাবক কর্মকর্তারা।
সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয়ের অভিভাবকদের একাংশ গৌরনদী উপজেলা সদরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে শহীদ মিনার চত্বরে গৌরনদী উপজেলার হরিসেনা সরকারী প্রাথমকি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিপা রানী পালের বদলীর আদেশ বহাল রাখার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মোঃ বাবু, । বক্তারা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষিকা নিপা রানী পালের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতাসহ সহকারী শিক্ষকদের সাথে খারাপ আচরন করে থাকেন। এসব অভিযোগে গত ১০ ডিসেম্বর তাকে বদরী করা হয়। বদলীর পর নিপা রানী বদলী বাতিল করতে জোর তদবির ও সহ এক অংশের অভিভাবকদের দিয়ে বদলী আদেশ বাতিলের চেষ্টা চালাচ্ছেন। এমন কি ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে সহকারী শিক্ষকদের ভয়ভিিদ দেখাচ্ছে। একই দিন সকালে বরিশালের গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কাসেমাবাদ নামকস্থানে একাংশের শিক্ষার্থী-অভিভাবকরা বদলী আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী অভিভাবক দেলোয়ার হোসেন গাজী, শ্যামল খলিফা সহ অন্যান্যরা। এসময় অভিভাবকরা অভিযোগ করে বলেন, স্কুলের কয়েকজন সহকারী শিক্ষক স্কুল চলাকালীণ সময়ে ছাত্র-ছাত্রীদের ক্লাস ফাঁকি দেন। গৌরনদী প্রাথমিক শিক্ষা অফিসার তাসলিমা বেগম বলেন, সহকারী শিক্ষিকাদের অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষিকা নিপা রানী পালকে বদলী করা হয়েছে।