গৌরনদী
আগৈলঝাড়ায় স্কুল ছাত্রী অপহরণ, মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামে নবম শ্রেনির এক ছাত্রী অপহরনের ঘটনায় গত মঙ্গলবার রাতে ৫ জনকে আসামি করে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপহৃত স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, আগৈলঝাড়া উপজেলার উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের রহিম ফকিরের কন্যা ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সাথী আক্তার (১৫) স্কুলে আসা যাওয়ার সময় প্রতিবেশী একই গ্রামের মো. রুবেল ফকির (২৬)র শ্যালক দিনাজপুর জেলার পঞ্চগড় উপজেলার হাড়িভাষা গ্রামের আহম্মদ আলী খানের পুত্র দিদার খান (২৪)র উত্যক্ত করে আসছিল। স্কুল ছাত্রীর বাবা রহিম ফকির জানান, কিছুদিন পূর্বে রুবেল ফকির তার কাছে বখাটে শ্যালক দিদারের জন্য কন্যার বিয়ের প্রস্তাব দেন। ওই প্রস্তাব প্রত্যখান করার পর রুবেল ফকির ও তার সহযোগীরা তার কন্যাকে অপহরনের হুমকি দিয়ে আসছিল।
স্কুল ছাত্রীর বাবা রহিম ফকির অভিযোগ করে বলেন, গত ৯ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় আমার কন্যা প্রাইভেট পরে বাড়ি ফেরার পথে সিকদার বাড়ির সন্নিকটে পৌছলে প্রতিবেশী মো. রুবেল ফকির (২৬) স্থানীয় আলমগীর ফকির(৪৮), শাহানাজ বেগম (২২) ও রাশিদা বেগম(৪০)র সহায়তায় আমার কন্যাকে অস্ত্রের মুখে ভয় ভীতি দেখিয়ে জিম্মি করে অপহরন করে নিয়ে যায়। এলাকার গন্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দিলে রুবেল ফকির কন্যাকে ফিরিয়ে দেয়ার কথা বলে ৪দিন ধরে তালবাহানা করেন। অভিযোগ সম্পর্কে জানতে রুবেল ফকিরসহ তার সহযোগীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা রহিম ফকির বাদি হয়ে মা. রুবেল ফকির (২৬) তার শ্যালক দিদার খান(২৪), স্থানীয় আলমগীর ফকির(৪৮), শাহানাজ বেগম (২২) ও রাশিদা বেগম(৪০)কে আসামী করে গত মঙ্গলবার রাতে আগৈলাঝাড়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।