গৌরনদী
গৌরনদীতে ৩৫০ জন এতিমদের মাঝে কম্বল বিতরন ও দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সীর ব্যক্তিগত অর্থায়নে গৌরনদী উপজেলার ২০টি এতিমখানার ৩৫০ জন এতিমদের মাঝে গতকাল দুপুরে কম্বল বিতরন ও এতিমদের জন্য ভোজ সভার আয়োজন করা হয়।
এ উপলক্ষে বার্থী অটো রাইসমিল চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৌরনদী উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, আসাদুজ্জামান রিপন, পল্লী উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান, পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমান, সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার, গৌরনদী রিপোর্টাসর্ ইউনিটির সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাবেক সভাপতি রফিকুল ইসলাম, প্রেসক্লাব সাবেক সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সম্পাদক সঞ্জয় কুমার পাল, অনলাইন দৈনিক গৌরনদী২৪ ডটকমের নির্বাহী সম্পাদক আনিসুর রহমান, বন্ধসভার সাবেক সভাপতি পলাশ তালুকদার, বেলাল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক শামীম মীর, সাংবাদিক লোকমান হোসেন রাজু, রফিকুল ইসলাম রনি, রাশেদ আহম্মেদ, এনায়েত হোসেন মুন্না, মিজানুর রহমান, ফারুক হোসেন মোল্লা। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বিশিষ্ট কণ্ঠ শিল্পী ও সাংবাদিক কাজী আল আমীন। আলেঅচনা শেষে দেশের শান্তি সমৃদ্ধ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আমিনুল ইসলাম।