গৌরনদী
গৌরনদীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৬ উপলক্ষে বুধবার সকালে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশুতোষ গৌতম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসা মোঃ মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম, সমবায় কর্মকর্তা এস,এম, ফরিদ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান, ইউনিসেফ প্রতিনিধি বরিশাল সামিউল ইসলাম, স্যানেটারী কর্মকর্তা শংকর কুমার দাস, প্রেসক্লাব সাবেক কোষাধ্যক্ষ উত্তম দাস প্রমূখ । অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন মোঃ ফিরোজ আলম। ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান ।