গৌরনদী
গৌরনদী উপজেলা বিএনপি থেকে লোকমান খান বহিস্কার জেলা থেকে বহিস্কারের প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলা বিএনপির এক জরুরী সভা গতকাল সকালে মনিপুরী পাড়ায় উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের ঢাকাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় দলের সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি লোকমান খানকে দল থেকে বহিস্কার করা হয়। উপজেলা বিএনপির সভাপতি স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিস্কারের নিশ্চি করা হয়।
গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি সহ-সভাপতি আনোয়ার হোসেন তোতা, মঞ্জুর হোসেন মিলন, আঃ মান্নান খান, মোঃ রেজাউল করিম, কালঅম খান, যুবদল নেতা লিটন তালুকদার, আহসান হাবিবসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় গৌরনদী উপজেলা বিএনপির সহ-সভাপতি লোকমান হোসেন খানকে দলীয় শৃংখলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি বিনষ্টের অভিযোগে দল থেকে বহিস্কারের প্রস্তাব করলে সর্ব সম্মতিক্রমে সিদ্বান্তে সহ-সভাপতি লোকমান হোসেন খানকে উপজেলা বিএনপির সকল পদ ও সদস্যপদ থেকে বহিস্কার করা হয়। সঙ্গে সঙ্গে ওই সভায় লোকমান খানকে জেলা সহ-সভাপতির পদ থেকে বহিস্কারের প্রস্তব জেলা কমিটির সভাপতি ও সম্পাদক বরাবরে পাঠানো হয়।