গৌরনদী
আগৈলঝাড়ায় এক সঙ্গে তিন কন্যা সন্তান প্রসব!
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার গ্রামে রবিবার সকালে দুই সন্তানের জননী এক প্রসূতি মা এক সঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়ে পুরো এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। ওই গ্রামের ইসলাম সরদারের স্ত্রী আসমা বেগম (২৪) রবিবার সকালে রাজিহার মারিয়া মাদার ক্লিনিকে ডাঃ উত্তম কুমার বক্সীর তত্বাবধানে ভর্তি হন। রাতে ক্লিনিকে অস্ত্রপাচারের মাধ্যমে আসমা তিনটি কন্যা সন্তানের জন্ম দেয়। ইতিপূর্বে গৃহবধূ আসমার এক কন্যা ও এক পুত্র সন্তান জন্ম দিয়েছেন। চিকিৎসক জানান, মা ও নবজাতক তিন শিশুই সুস্থ্য ও স্বাভাবিক রয়েছে।