গৌরনদী
গৌরনদীতে প্রতিবন্ধিতা, প্রবীন ব্যাক্তির সার্বিক উন্নয়নে আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ কারিতাস বরিশাল অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আওতায় উপজেলার মাহিলাড়া ইউনিয়নে প্রতিবন্ধিতা, প্রবীন ব্যাক্তি ও মাদকাসক্ত ব্যক্তিদের সার্বিক উন্নয়নের কার্যক্রমকে গতিশীল করতে সোমবার সকালে গৌরনদী কারিতাস মিলনায়তনে আঞ্চলিক সমাবেশের আয়োজন করা হয়েছে।
কারিতাস পরিচালিত মাহিলাড়া প্রবীন হিতৈষী ক্লাবের সভাপতি কালিয়া দমন গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার লরেন্স লেকাভালী গোমেজ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, মাহিলাড়া ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান। বক্তব্য রাখেন কারিতাসের মাঠ সংগঠক পিয়ুস আলড্রিন গনসলভেস, এনিমেটর সুনিল মল্লিক, রনজিত বেপারী, ভীমের পাড় হিতৈষী ক্লাবের সভাপতি বিরেন্দ্র নাথ ম-ল, হাপানিয়া সভাপতি মো. সাহেব আলী, জঙ্গলপট্রি সভাপতি গৌড়াঙ্গ লাল ম-ল, সাধারন সম্পাদক বলরাম সমাদ্দার, বেজহার সভাপতি সুরেন্দ্র নাথ ম-ল, সাধারন সম্পাদক নেপাল ম-ল।