গৌরনদী
আ.লীগ, বিএনপি ও সামাজিক নেতৃবৃন্দের শোক ॥ গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পৌরসভার প্রথম মেয়র মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের দাফন সম্পন্ন হবে
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী পৌরসভার প্রথম নিয়োগপ্রাপ্ত পৌর প্রশাসক ও নির্বাচিত প্রথম মেয়র ও গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ফারুক ওরফে বড় ফারুক(৬৫) বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোর ৫-২০মিনিটে ইন্তেকাল করেন । (ইন্না লিল্লাহে……………….. রাজেউন)। ওই দিন বাদ জোহর ঢাকার ধানম-িতে প্রথম জানাজা ও আজ শুক্রবার বাদ জুমা গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজায় গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনতার ঢল নামবে বলে ভক্ত ও অনুসারীরা জানান। বৃহস্পতিবার রাত ১০টায় গোলাম সরোয়ার ফারুকের লাশ বাড়িতে পৌছলে শেষ বারের মত প্রিয় মানুষটি এক নজর দেখার জন্য অসংখ্য ভক্ত, অনুসারী রাজনৈতিক ও সামাজিক সহকর্মি ভীড় জমায়। অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বরিশাল-১ আসনের সাংসদ আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাাহ, তার সহধর্মিনী বরিশাল জেলা আ.লীগের সহ-সভাপতি মিসেস শাহনারা আবদুল্লাহ, বরিশাল-২ আসনের সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল -১ আসনের সাবেক সাংসদ এম, জহির উদ্দিন স্বপন, অগ্রনী ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, গৌরনদী উপজেলা একাংশের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, গৌরনদী উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ব-বিদ্যালয় মহসিন হল ছাত্র সংসদের সাবেক জি,এস এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, পৌর মেয়র ও বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ হারিছুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য আশিক আবদুল্লাহ, সাবেক পৌর মেয়র মোঃ নুর আলম হাওলাদার, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদার, গৌরনদী উপজেলা বিএনপির একাংশের আহবায়ক ও বরিশাল উত্তর জেলা সহ-সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়া, উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সি, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, সিনিয়র আওয়ামীলীগের নেতা আবু সাঈদ নান্টু, পৌর সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন খান, উপজেলা আওয়ামী সাবেক সভাপতি ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি কালীয়া দমন গুহ, আন্তর্জাতিক মানবাধিকার কর্মি হংকং প্রবাসী গৌরনদীর কৃতি সন্তান দিদার সরদার, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, ঢাকাস্থ গৌরনদী- আগৈলঝাড়া সমিতির সভাপতি সৈয়দ জিয়াউর রহমান নবু, পৌর বিএনপির সভাপতি এস,এম, মনিরুজ্জামান মনির, সাধারন সম্পাদক মোঃ শাহ আলম ফকির, ,ইউপি চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাদ, গোলাম হাফিজ মৃধা, কৃঞ্চ কান্ত দে, সৈকত গুহ পিকলু, প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ নকিবুল হক, সাধারন সম্পাদক আবু সাঈদ খন্দকার, গৌরনদী২৪ ডটকমের সম্পাদক, মোঃ খায়রুল ইসলাম, গৌরনদী২৪ ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ আনিসুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহবুব, পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমান শামীম, সাধারন সম্পাদক আল আমিন, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টু, সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দিপ, কলেজ ছাত্র সংসদের ভিপি সুমন মাহমুদ, জি,এস জাহিদুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সুজন, সাধারন সম্পাদক রাতুল শরীফ, পৌর সভাপতি মিলন খলিফা, সাধারন সম্পাদক প্রিন্স বেপারী, গৌরনদী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ কামরুজ্জামান, চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সাধারন সম্পাদক কবি শিকদার রেজাউল করিম, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি স্বপন কুমার ম-ল, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কুতুব উদ্দিন, গৌরনদী বাসষ্টা- ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক অহিদুল হক খান, সুপার মার্কে ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ শাহীন সরদার।