গৌরনদী
গৌরনদীতে ৬টি মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মাদক স¤্রাট কাদের লস্কর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রাম থেকে রবিবার বিকালে মাদক আইনে ৬টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মাদক স¤্রাট কাদের লস্করকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত আব্দুর রশিদ লস্করের ছেলে।
গৌরনদী মডেল থানার এস.আই মো. নজরুল ইসলাম জানান, গোপণ সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রোববার বিকাল ৫টার দিকে বার্থী গ্রামে অভিযান চালিয়ে কাদের লস্করের বাড়ির পাশের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গৌরনদী থানায় মাদকের ৬টি মামলার ওয়ারেন্ট রয়েছে। সে এলাকায় মাদক স¤্রাট হিসেবে পরিচিত।