গৌরনদী
বিএনপির চেয়ারম্যান প্রার্থীসহ ২৫ নেতা কর্মির জামিন আরেকটি মামলা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে বিএনপি ও আওয়ামীলীগের চেয়ারম্যান পদ-প্রার্থীর সমর্থকদের হামলা পাল্টা হামলার ঘটনায় পাল্টাপাল্টি তিনটি মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার বিএনপির চেয়ারম্যান পদ-প্রার্থীসহ ২৫ নেতা কর্মি জামিন লাভ করেছে। অপরদিকে একই দিন আওয়ামীলীগের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। এনিয়ে মামলার সংখ্যা দাড়াল তিনটি ।
আদালত সূত্রে জানা গেছে, গত শনিবার (১২ মার্চ) বিএনপির চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর হোসেনের বাড়ি হামলা চালিয়ে ভাঙচুর, লুট করে আওয়ামীলীগের চেয়ারম্যান পদ-প্রার্থী ফারুক মোল্লার সমর্থকরা। এর জের ধরে বিএনপির নেতা কর্মিরা যুবলীগ-ছাত্রলীগ নেতা কর্মিদের উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম ও ২০টি মটরসাইকেল পুড়িয়ে দেয়।
এ ঘটনায় পরের দিন ১৩ মার্চ সরিকল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার বাদি হয়ে মঞ্জুর হোসেন ও তার স্ত্রী খালেদা পারভীনকে প্রধান আসামি করে ৫২ জনের নাম উল্লেখসহ ১৫০ জনের বিরুদ্ধে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গত মঙ্গলবার মঞ্জুর হোসেনসহ এজাহারভ’ক্ত ৪১ জন আসামি বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে আত্মাসমর্থন করে জামিন প্রার্থনা করেন। এসময় আদালতের বিচারক শিহাবুল ইসলাম প্রার্থী মঞ্জুর হোসেনসহ ২৫ জনের জামিন মঞ্জুর করে বাকি ১৬ জনকে জেল হাজতে প্রেরনের আদেশ দেন।
অপরদিকে একই দিনের ঘটনায় গত মঙ্গলবার সরিকল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন বাদি হয়ে ৬১ জন আওয়ামীলীগের নেতা কর্মির বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন। আদালতের বিচারক শিহাবুল ইসলাম গৌরনদী থানার ভারপ্রাপ্ত (ওসি)কে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আসামিরা হলেন সরিকল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান সরদার, সরিকল ইউনিয়নের যুবলীগ নেতা জাকারিয়া বেপারী, খোরশেদ বেপারী, বেলায়েত খান, হিরন হাওলাদার, জসিম উদ্দিন বেপারী, লালন বেপারী, স্বপনহাওলাদারসহ ৬১ জন সকলেই আওয়ামীলীগের ও সহযোগী সংগঠনের নেতা কর্মি।
এর আগে গত ১৪ মার্চ চেয়ারম্যান পদ-প্রার্থী মঞ্জুর হোসেনের বাড়িতে হামলার ঘটনায় মঞ্জুর বাদি হয়ে আওয়ামীলীর প্রার্থীসহ ৩৭ জনের বিরুদ্ধে একই আদালতে একটি মামলা দায়ের করেন