গৌরনদী
গৌরনদীতে গাড়ির চাপায় বৃদ্ধ নিহত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ঢাকা-বরিশাল মহাসড়কে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা দাখিল মাদ্রাসার কাছে অজ্ঞাতনামা গাড়ির চাপায় ঘটনাস্থলেই অজ্ঞাতনামা বৃদ্ধ পুরুষ (৭০) নিহত হয়েছে। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পৌছে বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি এসএম শাহাদাত হোসেন বলেন, অজ্ঞাতনামা গাড়ির চাপায় নিহত ৭০ বছর বয়সের পুরুষের পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশের পরনে চেক লুঙ্গি ছিল এবং খালি গায়ে ছিল।