বিনোদন
যুগান্তরের রজত জয়ন্তী উৎসবে গৌরনদীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ দৈনিক যুগান্তর প্রত্রিকার ২৫বছর পূর্তি ও রজত জয়ন্তী উৎসব পালন উপলক্ষে, যুগান্তর স্বজন সমাবেশ বরিশালের গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে কেককাটা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুগান্তর স্বজন সমাবেশের উপজেলা শাখার সভাপতি বিএম বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ্ খান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. রাজীব হোসেন, মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ছরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, কাছেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবু সাইদ মো. কামেল, বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবুল কাছেম, যুগান্তর স্বজন সমাবেশ উপজেলা শাখার উপদেষ্টা ও যুগান্তরের গৌরনদী প্রতিনিধি মো. আসাদুজ্জামান রিপন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, মাই টিভি গৌরনদী প্রতিনিধি মো.গিয়াসউদ্দিন মিয়া, গৌরনদী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহামুদুল হাসান মুহীদ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ওহাব।